ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউনের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে পেরুর অন্তত ১৭০ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন দেশটির ১০ হাজার পুলিশ সদস্য।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ১২ সপ্তাহের দীর্ঘ লকডাউনের সময় জন সাধারণের মধ্যে সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ নিশ্চিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ ব্যাপারে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গাস্তন রদ্রিগেস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের ৯ হাজার ৯০০ পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৭০ জন।এটা বর্তমান তালিকা,চূড়ান্ত তালিকা করার প্রস্তুতি চলছে।পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,লকডাউন চলকালে আইনশৃঙ্খলা অবস্থা নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।লাতিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্তে ব্রাজিলের পরেই পেরুর স্থান। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে;আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।আক্রান্তদের অধিকাংশই রাজধানী লিমার। মোট আক্রান্তের অর্ধেকের বেশিই এই নগরীর বাসিন্দা।চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করেনাভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে দাবিয়ে বেড়াচ্ছে। এ পর্যন্ত ৭৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।মার গেছেন ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ।
প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০২০ /ইকবাল