September 22, 2024, 2:21 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

মুজিববর্ষে কুয়াকাটায় ছাত্রলীগের বৃক্ষ রোপন

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

কুয়াকাটায় মুজিব শতবর্ষ উপলক্ষে পৌর ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ানের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। ৬জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অর্ধশতাধিক বিভিন্ন প্রকার ফলজ ও ঔষাদি গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচী পালন হাতে নিয়েছে ছাত্রলীগ। ৫জুন বিশ্ব পরিবেশ দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বৃক্ষ রোপনের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্বরণ করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করেছে বলে পৌর ছাত্রলীগ নেতারা জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ জলিল, কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা, রুবেল খান, রাহাত মোল্লা, হাসান সিকদার রিমু, মেহেদি হাসান, তন্ময় রয়, সজীব গাজী প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচী গ্রহন করেছে বলে পৌর ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ান জানান।
কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ান বলেন, প্রতিবছর প্রাকৃতিক ঝড়ে অসংখ্য ফলজ ও বনজ গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। গাছ না থাকায় এর প্রভাব পড়ছে মানুষের উপর। তাই মানুষকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর আহবানে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশে ব্যাক্তি উদ্যোগে ফলজ,ঔষাদি গাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে। এ বৃক্ষ রোপন কর্মসূচী ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।

ডিটেকটিভ/৬ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর