September 22, 2024, 3:30 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

চিলমারীতে হাতের কব্জি দিয়ে লিখে প্রতিভার জয় অর্জন করলো মিনারা

মোঃ হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

অদম্য  মেধাবী ছাত্রী মিনারা। শারীরিক ভাবে প্রতিবন্ধী। বসেছিল দাখিল পরীক্ষা হলে মনের বলে কব্জির জোরে কলম চলিয়ে দিয়েছিলেন পরীক্ষা। মিশন ভালো ফল আর মানুষের মতো মানুষ হওয়ার এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর। সেই মিশনে এগিয়ে যাওয়ার ধারায় এবারে দাখিল পরীক্ষায় মানবিক শাখা থেকে ৪.৬৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী হলেও কোন বাধাই তাকে আটকিয়ে রাখতে পারেনি। কুড়িগ্রামের চিলমারীর মিনারা খাতুনকে। জন্মের কিছুদিন পর মাকে হারায় সে, এরপর বাবা বিয়ে করেন সংসারে আসে নতুন মা।বাবা দিন মজুর দিন আনে দিন খায়, অভাবের সংসার। এর উপর শেষ আশ্রয় স্থান বাঁধে সেটুকুও ভেঙ্গে দিয়েছে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড। বাধার উপর বাধা এরপরও নেই তার দু’হাতের আঙ্গুল তবুও প্রবল ইচ্ছাশক্তির জোরে এবারের এসএসসি (দাখিল) পরিক্ষায় অংশ নিয়েছিল। মিনারা চিলমারী উপজেলার কাঁচকোল দক্ষিণ বাঁধ এলাকার রফিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগমের মেয়ে। মিনার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। দুই বোনের মধ্যে মিনারা ছোট জন্ম থেকেই তার ২ হাতের কব্জি বাঁকা, নেই আঙ্গুল তবুও থেমে যায়নি মিনারা। এবারে দাখিল পরিক্ষায়  অংশ নিয়ে দু’হাতের কব্জিতে কলম চেপে ধরে সমানে লিখেছিল উত্তর। মিনারার দুই হাতের কব্জির সাহায্যে লিখেই একে একে ৫ম শ্রেণির সমাপনী (পিএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পাস করে ভালো ফলাফল অর্জন করে। সে এবার দাখিল পরীায় অংশগ্রহণ করে ৪.৬৯ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। ইচ্ছা শক্তি থাকলে আল্লাহর  রহমতে কোন বাধা আটকাতে পারেনা। সে উপজেলার কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে। নানা বাধার মধ্যে থেমে না গিয়ে দুই হাতের কব্জির সাহায্যে কলম ধরে সে লেখাপড়া চালিয়ে আসছে। এভাবে কব্জির সাহায্যে সে সাংসারিক বিভিন্ন কাজে পরিবারকে সহায়তা করেছে। মিনার চায় অনেক বড় হতে চায় মানুষের মত মানুষ হয়ে দেশ ও জনগনের সেবার পাশাপাশি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে। এব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন প্রবল ইচ্ছা শাক্তি থাকলে এগিয়ে যাওয়া সম্ভব, আমরা তার পাশে আছি প্রয়োজনে তাকে সকল সুবিধা দেয়া হবে।

ডিটেকটিভ/৩জুন ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর