October 9, 2024, 7:23 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

এবার প্রয়োজনায় ইমরান হাশমি

এবার প্রয়োজনায় ইমরান হাশমি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছবি প্রযোজনায় নামছেন চলচ্চিত্র অভিনেতা ইমরান হাশমি। ইতোমধ্যে ব্যানারও ঠিক করে ফেলেছেন, ইমরান হামশি ফিল্মস। তবে তিনি কো-প্রডিউস করবেন। তাঁর সঙ্গে আরো আছে টি-সিরিজ ও এলিপসিস এন্টারটেইনমেন্ট। প্রথমেই একটি শিক্ষণীয় চলচ্চিত্র নির্মাণ করবেন তারা। ছবিটির নাম ইতোমধ্যে ঠিক হয়ে গেছে। চিট ইন্ডিয়া। পরিচালক সৌমিক সেন বলেন, ছবিটির মূল উপজীব্য শিক্ষা খাতে নানা অপরাধ, অনিয়ম ও দুর্নীতি।

ইমরান বলেন, ছবিটির স্ক্রিপ্ট ও টাইটেল দারুণ শক্তিশালী। আমি খুবই আনন্দিত যে এমন একটি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। আমি শিহরিত এবং নিশ্চিত যে এটি ভারতের চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলস্টোন হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, এটা একটা সেরা টিম। আশা করি আমাদের টিমওয়ার্কটাও অসাধারণ হবে। সৌমিক একজন ভালো স্টোরি-টেলার, দুর্দান্ত নির্মাতা। আছে মার্কেটিং জিনিয়াস এলিপসিস। সেই সঙ্গে আছে টি-সিরিজ, ভারতীয় ছবির ইতিহাসে যাদের অবদান অনস্বীকার্য। এদের নিয়েই কাজ, তাই আশা করছি চমৎকার সময় আসছে আমাদের সামনে।

টি-সিরিজের মুখপাত্র ভুবন কুমার বলেন, চলচ্চিত্রটি বাস্তব নানা ঘটনার প্রেক্ষিতে নির্মিত। এখানে শিক্ষা গ্রহণকারী নতুন প্রজন্মের নানা প্রবৃত্তিও তুলে ধরা হবে। আমরা আশা করছি, ছবিটি আগামি বছর অর্থাৎ ২০১৯-এর ফেব্রুয়ারি নাগাদ রিলিজ দিতে পারব।

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর