January 13, 2025, 6:10 am

সংবাদ শিরোনাম

রুবেল ৩০০ উইকেটের স্বপ্ন দেখছেন

রুবেল ৩০০ উইকেটের স্বপ্ন দেখছেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে ছুঁয়েছেন ১০০ উইকেটের মাইলফলক। তবে রুবেল হোসেনের স্বপ্নের সীমানা আরও অনেক বড়। ক্যারিয়ার শেষে নামের পাশে দেখতে চান ৩০০ ওয়ানডে উইকেট।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট নিয়ে পূরণ হয়েছে রুবেলের একশ উইকেটে। বাংলাদেশের পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি আছে আর কেবল মাশরাফি বিন মুর্তজার।

উইকেট সংখ্যা তিন অঙ্ক ছোঁয়ার পর রুবেল শোনালেন তিনশ উইকেটের স্বপ্নের কথা।

“একশ উইকেট পেয়েছি ৮-৯ বছরে। এক বছর ছিলাম ইনজুরিতে। অনেক বছর লেগে গেল। ক্যারিয়ার শেষে কত উইকেট থাকবে, তা নির্ভর করে কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। আমাদের দেশে তো পেসারদের মত সুযোগ নাই। তার পরও চাই ২৫০-৩০০ উইকেট পেতে।”

২০০৯ সালে জানুয়ারিতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে এরকম ত্রিদেশীয় সিরিজেই অভিষেক ছিল রুবেলের। ১০০ ছুঁতে লাগল ৯ বছর, খেলেছেন ৮১ ম্যাচ। বাংলাদেশের একজন পেসারের বাস্তবতায় এখান থেকে ৩০০ উইকেট খুবই কঠিন। তবে সেই কঠিন লক্ষ্য পানেই ছুটতে চান রুবেল।

“অনেক কঠিন। তবে আশা করতে দেষ কী! স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে তো দোষ নেই। আশা করছি, দেখি কী হয়। মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে। আমি নাহয় এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকলাম!”

Share Button

     এ জাতীয় আরো খবর