মিনা, মেসির সঙ্গে প্রথম দেখায় রোমাঞ্চিত
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে প্রথম সাক্ষাতেই মুগ্ধ ক্লাবটিতে সদ্য যোগ দেওয়া কলম্বিয়ান ডিফেন্ডার জেরি মিনা।
গত বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ১ কোটি ১৮ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সাড়ে পাঁচ বছরের জন্য এই খেলোয়াড়কে দলে নেওয়ার ঘোষণা দেয় বার্সেলোনা। শনিবার হয় চুক্তির আনুষ্ঠানিকতা।
শীর্ষ পর্যায়ের খেলোয়াড়ে ভরপুর ক্লাবটিতে যোগ দিয়ে খুশি মিনা। জানান, মেসি ও লুইস সুয়ারেসের মতো খেলোয়াড়ের সঙ্গে প্রথম সাক্ষাৎতের অনুভূতির কথা।
২৩ বছর বয়সী মিনা বলেন, “আমার কাছে, সে (মেসি) বিশ্বসেরা। তার সম্পর্কে আমার প্রথম অনুভূতিটা হলো, তিনি ন¤্র, বিনয়ী। ড্রেসিং রুমে সুয়ারেসের সঙ্গে মেসি যখন আমার দিকে আসছিল তখন আমি রোমাঞ্চ অনুভব করি।”
“এখানে আমি সবার সাথে ইতিহাস গড়তে চাই। আমি সবসময় এটা করি। আশা করি, সফল হবো।”
“আমি পরিশ্রম করতে এসেছি। দলে অবদান রাখতে এবং সতীর্থদের কাছ থেকে শিখতে এসেছি। এটা অসাধারণ একটি ক্লাব। এখানে আসার পর থেকেই আপনি এখানকার আবহ অনুভব করতে পারবেন।”