January 13, 2025, 4:21 am

সংবাদ শিরোনাম

আকিজ সিমেন্ট সাংবাদিক সালাম রেজা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ শুরু

আকিজ সিমেন্ট সাংবাদিক সালাম রেজা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ শুরু
আরিফ সুমন, কলাপপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর কলাপাড়া অনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা করা হয়েছে আকিজ সিমেন্ট সাংবাদিক সালাম রেজা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শুক্রবার স্বন্ধ্যায় এ টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করা হয়। শুধুমাত্র কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইউনিটির সদস্যদের নিয়ে আয়োজিত এ র্টুনামেন্টে দ্বৈত জুটি নিয়ে দুটি গ্রুপে মোট ছয়টি দল অংশ গ্রহন করছে। খেলার শুরুরেত প্রয়াত সালাম রেজার স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আকিজ সিমেন্ট এ র্টুনামেন্টে সহায়তা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে র্টুনামেন্ট কমিটির আহবায়ক কবির তালুকদার বলেন, মাইটিভির কুয়াকাটা প্রতিনিধি ও কবি প্রয়াত সালাম রেজাকে স্মরন করে আয়োজিত এ র্টুনামেন্ট। প্রয়াত সালাম রেজার নামে টুর্নামেন্ট আয়োজন করার জন্য ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপন ও আসলাম শিকদারকে ধণ্যবাদ জানিয়ে র্টুনামেন্ট কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বুলেট আকন বলেন, প্রতিয়োগিতা হলেও নিজের মাঝে দৃঢ় বন্ধন তৈরি করার জন্য রিপোর্টার্স ইউনিটির এ প্রয়াস।

Share Button

     এ জাতীয় আরো খবর