শ্রীমঙ্গলে ৫ টি কেন্দ্রে আন্তঃ চা- বাগান গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে ৫ টি কেন্দ্রে আন্তঃ চা- বাগানে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে গত ৬ অক্টোবর। ২ টি ক্যাটাগরিতে উত্তরণের গণিত অলিম্পিয়াড একাদশ থেকে দ্বাদশ এবং অষ্টম থেকে দশম শ্রেণির ৪২ টি চা-বাগানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, রাজনগর উপজেলায় চা- বাগানের ছাত্র ছাত্রীদের মধ্যে গণিতের প্রতিভা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে সামাজিক শিক্ষামূলক সংগঠন উত্তরণ বাংলাদেশ। উত্তরণের সভাপতি অনুময় বর্মা বলেন প্রতিযোগিতামূলক শিক্ষার মাধ্যমে অনগ্রসর চা জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়ন ঘটবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, শিক্ষা নিয়ে উত্তরণ বাংলাদেশের এমন উদ্যোগ চা শ্রমিকের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।পরীক্ষা শেষে প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহনমূলক সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন- কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেস গোয়ালা, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সাতঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক রামভজন কৈরী।