December 24, 2024, 2:30 am

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

দুর্নীতির মামলা থেকে বাঁচতে খালেদা বিচারব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

দুর্নীতির মামলা থেকে বাঁচতে খালেদা বিচারব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিচারব্যবস্থাকে প্রলম্বিত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে চলমান তিন দিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন হানিফ। দুর্নীতির মামলায় খালেদা জিয়া বারবার আদালত পরিবর্তনসহ ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন মন্তব্য করে হানিফ বলেন, এ মামলায় অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে এ রায় বিএনপির চেয়ারপারসনের বিপক্ষে যেতে পারেÑএমন ভীতি সঞ্চার হয়েছে বলেই তারা শঙ্কিত হয়ে নানা ধরনের মিথ্যাচার ও কাল্পনিক অভিযোগ করছে। মামলা স্বচ্ছভাবেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ নেতা হানিফ আরো বলেন, খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে যে মন্তব্য করেছেন, তা হাস্যকর এবং উদ্ভট ছাড়া কিছুই হতে পারে না। একটি নদীর ওপর ছয় কিলোমিটার ধরে ব্রিজ জোড়াতালি দিয়ে হচ্ছেÑযারা পাগল এবং উন্মাদ, তারাই এই ধরনের কথাবার্তা বলতে পারে। কোনো সুস্থ মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে না বলেও উল্লেখ করেন হানিফ। পরে হানিফ উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর