September 22, 2024, 7:36 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন  পার্বতীপুরে পান বাজারের পান চাষে এগিয়ে আসছে বরজে চাষিরা,, পাচ্ছেন না কোন কৃষি ভর্তুকি জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন যাত্রী সেজে মাদকদ্রব্য বহন কালে ১০২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শহীদদের সংখ্যা বিকৃতিকারী রাজশাহী শিক্ষাবোর্ড সচিব নিজেকে বাঁচতে মরিয়া

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

মুজিব বর্ষের আলোচনায় শহীদের সংখ্যা বিকৃতিকারী রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি জামাত-বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের নিজের পক্ষে স্বাক্ষর নিয়ে শোকজের জবাব প্রস্তুত করছেন। বোর্ড সূত্রে জানা গেছে, সচিব দফায় দফায় বৈঠক করেছেন জামাত-বিএনপি সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে। তিনি ইতিমধ্যে ৬ জনের কাছ থেকে তার পক্ষে স্বাক্ষর আদায় করেছেন। যাদের স্বাক্ষর নিয়েছেন তাদের মধ্যে রয়েছে- জিয়া পরিষদ নেতা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আকতার উজ্জামান, সাবেক শিবির ক্যাডার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, সাবেক শিবিরকর্মী সহকারী হিসাব রক্ষণ অফিসার আমিনুল করিম, সহকারী সচিব জামাতকর্মী আবু দারদা, জামাতের সমর্থক ও সচিবের বন্ধু ইউনূস আলী।তিনি যে অনুষ্ঠানে বক্তব্যকালে শহিদের সংখ্যা বিকৃতি করেছেন সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কলেজ পরিদর্শক হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বোর্ড চেয়ারম্যান মোকবুল হোসেন স্বয়ং উপস্থিত ছিলেন। কিন্তু তাদের বক্তব্য নেয়া হয়নি। কেনোনা তারা আগেই জানিয়েছেন যে, সেদিন সভায় সচিব শহিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।উল্লেখ, চলতি বছরের ১৭ মার্চ মুজিব বর্ষের এ ঘটনায় জেলা প্রশাসক তাকে শোকজ করেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন গনমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হয়। আর সেখান থেকে বাঁচতেই তার পক্ষে স্বাক্ষর আদায় করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর