January 12, 2025, 9:41 pm

সংবাদ শিরোনাম

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকে অংশ নেবে

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকে অংশ নেবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে সমঝোতার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

২০১৫ সালের পর প্রথম দুই কোরিয়ার মধ্যে কোনো দ্বিপাক্ষিক আলোচনা। পিয়ংইয়ংয়ের ছোঁড়া রকেট ও পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় সিউল কেয়াসং শিল্প এলাকার একটি যৌথ অর্থনৈতিক প্রকল্প বাতিল করার পর দুই কোরিয়ার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণে দেশটির শীর্ষনেতা কিম জং উনের আগ্রহের পর সম্পর্কে ফের বরফ গলতে থাকে। দুই কোরিয়ার মধ্যে টেলিফোন হটলাইন ফের চালু হয়। সেই ধারাবাহিকতায় এবার অলিম্পিকে দল পাঠানোর সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া।

বৈঠকে দক্ষিণ কোরিয়া দলের নেতৃত্ব দেন দেশটির পুনরেকত্রীকরণ মন্ত্রী ছো মিয়ং-গিয়ন। উত্তরের নেতৃত্বে ছিলেন দেশটির দক্ষিণ কোরিয়া বিষয়ক রাষ্ট্রীয় সংস্থার প্রধান রি সন-গোন। বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার পুনরেত্রীকরণ বিষয়ক সহকারি মন্ত্রী চুন হায়ে সাং সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া ওই ক্রীড়া আসরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধি দল, দৌড়বিদ, সমর্থক, শিল্পী, পর্যবেক্ষক, একটি টেইকুন্ডো দল ও সাংবাদিকদেরকে পাঠানোর প্রস্তাব দিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর