December 24, 2024, 2:16 am

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

ডিএনসিনি’র উপ-নির্বাচনে খালেদার প্রচারে কোনো বাধা নেই: সিইসি

ডিএনসিনি’র উপ-নির্বাচনে খালেদার প্রচারে কোনো বাধা নেই: সিইসি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বিএনপি চেয়ারপারসনের প্রচারণায় অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবে না বলে সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ মিলিয়ে নতুন ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের তফসিল জানাতে গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আসেন সিইসি। আড়াই বছর আগে ঢাকা সিটির ভোটের সময় খালেদা গাড়িবহর নিয়ে প্রচারণায় নেমে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ উঠেছিল। এবার খালেদা জিয়ার প্রচারে কোনো বাধা আসবে কি না- জানতে চাইলে সিইসি বলেন, প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না; উনি (খালেদা জিয়া) বা ওঁর মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। আগামী সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব পাওয়া নূরুল হুদা বলেন, সবার জন্য সমান সুযোগ দেব আমরা। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও যেন সহযোগিতা করে। গতবার নির্দলীয়ভাবে হলেও আইন সংশোদনের পর এবার দলীয় প্রতীকে লড়বেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থীরা। আনিসুল হকের মৃত্যুতে শূন্য এই মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে প্রার্থী করার করার ইঙ্গিত মিলেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; প্রার্থী মনোনয়নের ভার দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গতবার বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল। আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে ইসি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি। সংসদ নির্বাচনের আগে ঢাকার এই উপ-নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে ইসি। সিইসি বলেন, সংসদ নির্বাচনের আগে রাজধানীর এ ভোটটি আমাদের কাছে চ্যালেঞ্জ তো বটেই, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, আমরাও এটাকে আলাদা গুরুত্ব দিচ্ছি। এজন্যে আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিমসহ সবার তৎপরতাও থাকবে বেশি। এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন করতে কোনো ধরনের আপোশ করবেন না তিনি। আমরা আপসহীন থাকব; কোনো কিছুর সঙ্গে সমঝোতা করব না। সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই আমরা; সকলে মিলে ভালো নির্বাচন করব। এজন্যে সরকারের সহযোগিতা দরকার। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারসহ সবার সহায়তা করতে হবে। ঢাকা সিটির এ ভোট উৎসবমুখর হবে বলে আশা রাখেন নূরুল হুদা। তিনি বলেন, আশা করি, এ নির্বাচন উৎসবমুখর হবে। ভোটকেন্দ্রে কোনো গণমাধ্যমকে বাধাও দেওয়া হবে না। তবে সাংবাদিক, পর‌্যবেক্ষকসহ সংশ্লিষ্টরা যেন নীতিমালা মেনেই কাজ করে-সেদিকে নজর রাখতে হবে। আগাম প্রচারণামূলক সামগ্রী নির্ধারিত সময়ে না সরানোয় সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নূরুল হুদা। ঢাকা উত্তরে নির্বাচন না হওয়ার যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সিইসি বলেন, কেউ মামলা করলে তো তা নিয়ে ইসির করার কিছু নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর