October 8, 2024, 12:36 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় ২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

বরখাস্ত হওয়াই শীর্ষ কর্মকর্তা ও ট্রাম্প

রিপাবলিকান নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের সিনেটে অভিশংসন বিচারে অল্পের জন্য রেহাই পাওয়ার দুদিনের মধ্যেই অভিশংসন বিচারে সাক্ষ্য দেয়া দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প।এ দুই কর্মকর্তা হলেন– ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড এবং মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউক্রেনবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আলেক্সান্ডার ভিন্ডম্যান।স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন ট্রাম্প।তারা দুজনেই অভিশংসনের শুনানির সময়ে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি ও সিএনএন।বরখাস্তের ব্যাপারে ইউক্রেনে জন্ম নেয়া ভিন্ডম্যানের আইনজীবী ডেভিড প্রেসম্যান বিবিসিকে বলেন, ‘সত্য বলায় আমার মক্কেলকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেয়া হয়েছে। সত্যের প্রতি শ্রদ্ধাশীল থাকায় ভিন্ডম্যানকে চাকরি, পেশাজীবন ও ব্যক্তিগত গোপনীয়তার মূল্য চুকাতে হলো। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হোয়াইট হাউসে তিনি পুরোপুরি দায়িত্বের সঙ্গে দেশ ও প্রেসিডেন্টের সেবা করেছেন।ভিন্ডম্যানকে বরখাস্ত করার তিন ঘণ্টা পর গর্ডন সন্ডল্যান্ডকে রাষ্ট্রদূত পদ থেকে বরখাস্ত করা হয়।সন্ডল্যান্ডের বরখাস্তের বিষয়ে তার আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘তাকে ইউরোপীয় ইউনিয়নের দূত হিসেবে নিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এ কথা জানিয়ে আমাকে বলা হয়, শিগগিরই তা কার্যকর করতে আমাকে আবার ডাকবেন তিনি।এ দুই শীর্ষ কর্মকর্তার বরখাস্তের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।এ বিষয়ে এক প্রশ্নে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ভিন্ডম্যানের ব্যাপারে খুশি নই।প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত বছরের ২৫ জুলাই টেলি ফোনে আলাপচারিতা থেকে অভিশংসনের সূত্রপাত হয়।বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযোগ ওঠে, আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তার ছেলে হান্টার বাইডেনের অতীত ব্যবসার ব্যাপারে তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প।এ ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে প্রতিনিধি পরিষদ।পরে গত বছরের ১৮ ডিসেম্বর পরিষদে অভিশংসিত হন ট্রাম্প।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর