January 12, 2025, 7:05 pm

সংবাদ শিরোনাম

গুয়ার্দিওলার ভরসা আগুয়েরো

গুয়ার্দিওলার ভরসা আগুয়েরো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোটের কারণে দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে। তাতে খুব বেশি চিন্তিত নন কোচ পেপ গুয়ার্দিওলা। এই সময়ে দলের অপর ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো সেরাটা খেলবে বলে বিশ্বাস তার।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যাচে লিগামেন্টে চোট পান জেসুস। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টায় পুনর্বাসনে থাকতে হচ্ছে ব্রাজিলের এই খেলোয়াড়কে।

চলতি মৌসুমের বেশির ভাগ ম্যাচেই আক্রমণভাগে জেসুস ও আগুয়েরোকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন গুয়ার্দিওলা। দলও আছে দারুণ ছন্দে। ১৫ পয়েন্টের ব্যবধানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে দাপটের সঙ্গে।

সাম্প্রতিক সময়ে কোচ গুয়ার্দিওলা ও আগুয়েরোর সম্পর্কে কিছুটা টানা পোড়েন তৈরি হয়েছে বলে বড় দিনের আগে কিছু সংবাদ মাধ্যমে খবর বের হয়।

গত মাসের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের ২-১ ব্যবধানের জয়ে বেঞ্চে রাখা হয় আগুয়েরোকে। বদলি হিসেবেও নামানো হয়নি তাকে। এরপর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দলের ৪-১ গোলের জয়ের ম্যাচে ঘন্টা পূর্ণ হওয়ার আগেই তুলে নেওয়া হলে আর্জেন্টাইন এই খেলোয়াড়ের চোখে মুখে হতাশা ফুটে ওঠে।

জেসুস চোটে পড়ায় সিটির আক্রমণভাগ অনেকটা আগুয়েরো নির্ভর হয়ে পড়েছে। আসছে ম্যাচগুলোতে তাই বেশি সময় খেলার পূর্ণ সুযোগ পেতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে বার্নলির মুখোমুখি হওয়ার আগে এ ব্যাপারে গুয়ার্দিওলা বলেন, “সামনের ম্যাচগুলোতে আমাদের কেবল একজন স্ট্রাইকার আছে, সের্হিও।”

“এই পজিশনে খেলার ক্ষেত্রে আমাদের দলে আরও বিকল্প আছে। অবশ্যই, সের্হিও এখন খেলবে, খেলবে, খেলবে।”

“আশা করি, সে তার সর্বোচ্চটা দেখাতে পারবে। আমরা প্রতিদিনই ম্যাচের আগে ও পরে তার সঙ্গে আলোচনা করবো। সে কেমন বোধ করে সেটা দেখার জন্য। কারণ, যখন প্রতি তিন-চার দিনে একটি করে ম্যাচ থাকে তখন অবশ্যই আপনাকে কয়েক মিনিট বিশ্রাম নিতে হবে। এটা স্বাভাবিক।”

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর