January 12, 2025, 6:43 pm

সংবাদ শিরোনাম

গুরুতর নয় সাব্বিরের আঘাত

গুরুতর নয় সাব্বিরের আঘাত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অনুশীলনে হাতে হালকা আঘাত পেয়েছিলেন সাব্বির রহমান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। সাব্বির রহমানের ডান হাতের বুড়ো আঙুল কেটে গিয়ে রক্ত পড়েছিল। তবে ব্যথা খুব গুরুতর নয়। কারণ পরে ব্যান্ডেজ করিয়ে নেটে ব্যাটিং করেছেন সাব্বির। আঙ্গুলে আঘাত পেয়েছিলেন ইমরুল, সৌম্যও।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবি লাল ও বিসিবি সবুজ নামে বিভক্ত হয়ে ম্যাচ খেলবেন ২৪ ক্রিকেটার। সবুজ দলের নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা ও লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। আজকের এই প্রস্তুতি ম্যাচ খেলতে সমস্যা হবে না সাব্বিরসহ চোট পাওয়া অন্য ক্রিকেটারদের।

পরে বিকালে এক অনুষ্ঠানে তিন ক্রিকেটারের ইনজুরি বিষয়ে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মেজর কিছুই নেই। সাব্বিরতো একটু পরেই আবার ব্যাটিং করলো। সবই ঠিক ছিল। আর ক্রিকেট অনুশীলনে এমন একটু আধটু আঙ্গুলে লাগবেই। বলের খেলা বল আসবেই। না এমন মেজর কিছু না।’

অনুশীলনের পর গতকাল ইমরুল কায়েস ইনজুরি সম্পর্কে বলেছেন, ‘এটা গুরুতর কিছু নয়। আজকে (গতকাল) হয়ত লাগছে। আমার মনে হয় সবাই কাল (আজ) প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে।’

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর