আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বালক বালিকাদের অংশগ্রহনে মুজিব বর্ষে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী (সেমাবার) দুপুরে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কলাপাড়া থানার আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে কাবাডি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী, প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন মাসুম। খেলা শেষে বিজয়ী দুই দল খেপুপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ শ্রেষ্ঠ খেলোয়ারদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা গত ২৩ শে জানুয়ারি খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালকদের দশটি ও মেয়েদের ছয়টি বিদ্যালয়ের অংশগ্রহনে এ কাবাডি খেলা শুরু হয়েছিল।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০২০/ইকবাল