ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
ম্যাচের ২৬ মিনিটের মাথায় ডিবক্সের মধ্যে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড লুইজ।৬৪ মিনিট বাকি থাকতেই ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। পেনাল্টি থেকে জর্জিনহোর গোলে এগিয়েও যায় চেলসি।তারপরও শেষমেষ পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।গতকাল ২১ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার রাতে স্প্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থাকা চেলসি ও বাজে মৌসুম কাটানো ১০ নম্বরের দল আর্সেনাল। প্রথম থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকা চেলসি ২৬ মিনিটের মাথায় দারুণ একটি সুযোগের সৃষ্টি করে। অরক্ষিত গোলমুখে বল নিয়ে এগিয়ে যাওয়া আব্রাহামকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিশ্চিত গোল বঞ্চিত করেন লুইজ।রেফারি কালক্ষেপণ না করে লালকার্ড দেখান এই ব্রাজিলিয়ানকে।ম্যাচের রোমাঞ্চকর মুহূর্তের সূচনা হয় ৬৩ মিনিটে। আর্সেনালকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।৮৪ মিনিটে হাডসন-ওডোইয়ের পাসে চেলসিকে আবার এগিয়ে দেন সেসার আসপিলিকুয়েতা। এবার ত্রাতা হেক্টর বেল্লেরিন। মাত্র ৩ মিনিট পরেই দ্বিতীয় দফায় ১০ জনের দলকে সমতায় ফেরান তিনি। বাকি সময়ে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
প্রাইভেট ডিটেকটিভ/২২ জানুয়ারি ২০২০/ইকবাল