December 23, 2024, 3:35 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে: পলক

নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে: পলক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যে কোন এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্যে সেই এলাকার নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবে সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ আগামি দিনের মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। আর একজন শিক্ষকই পারেন মেধাবী প্রজন্ম তৈরি করতে। পাশাপাশি একজন প্রজ্ঞাময়ী মা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্যে শিক্ষা, বিশেষত প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে সরকার তার অভিষ্ট লক্ষ্যে পৌছতে চায়। শিক্ষার্থীদের উচিত সুশিক্ষা গ্রহণ করে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠা এবং এলাকা তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্যে নিয়োজিত হওয়া। শিক্ষা উৎসবে সাতটি ক্যাটাগরিতে ৪৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক, নয়জন প্রজ্ঞাময়ী মা, ১৮টি সেরা শিক্ষা প্রতিষ্ঠান, ১৮ জন মরনোত্তর গুণীজন, এক হাজার কৃতী শিক্ষার্থী, ১২৬ জন ‘সফল যারা কেমন তারা’ এবং ১৪ জন অদম্য মেধাবী শিক্ষার্থীসহ মোট ১২৩০ জনকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর