জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ
যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, মফিজুর রহমান নান্নু, স্বপন কুমার মন্ডল, সৈয়দ আকমল আলী, সাংবাদিক দিলিপ মোদক সামছুর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল