October 11, 2024, 6:26 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

চুপি চুপি প্রেমকাহিনী তুলে ধরলেন সোনম কাপুর

চুপি চুপি প্রেমকাহিনী তুলে ধরলেন সোনম কাপুর

ডিটেটিভ বিনোদন ডেস্ক

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চুপি চুপি প্রেমকাহিনী যেন এবার সবার সামনে তুলে ধরলেন বলিউড তারকা সোনম কাপুর। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা ছবি আর ভিডিও যেন একথায় প্রমাণ করে। নতুন বছর উদযাপন করতে সোনম এবার লন্ডনে পাড়ি জমিয়েছেন। আর তার এই উদযাপনকে আরও অনন্দঘন করতে সঙ্গে আছেন প্রেমিক আনন্দ আহুজা, যার সঙ্গে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল এই অভিনেত্রীর।

আনন্দ আহুজার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায় তারা ৩১শে ডিসেম্বর রাতের পার্টিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। এ ছাড়া তাদের শেয়ার করা আরও ছবিতে দেখা যায়, বেশ ঘনিষ্ঠভাবেই মজেছেন পার্টিতে।

সম্প্রতি সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরকে আনন্দ আহুজার সঙ্গে মেয়ের সম্পর্কের ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তার (সোনম) একদমই ব্যক্তিগত বিষয়।

আর তার ব্যক্তিগত বিষয়ে কথা বলার এটি সঠিক জায়গা নয়।

এর আগে সোনমকে প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে জনসম্মুক্ষে কথা বলায় বিশ্বাসী নই। আমি বিষয়টি লুকাচ্ছি না, তবে এই ব্যপারে কথাও বলতে চাচ্ছি না। সোনাম কাপুর ও অক্ষয় কুমার আভিনীত প্যাডম্যান ২৬শে জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর