সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক, একতা সমাজ কল্যান যুব সংঘের সাঃ সম্পাদক, কৃতি ফুটবলার রঞ্জন বাবু দাস(৪৭) আজ সকাল ১১ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি ১মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, রঞ্জুন বাবু দাস দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারে ভুগছিলেন।বিশিষ্ট এ ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে জনপ্রতিনিধি, তাহিরপুর ক্রীড়া সংস্থা, বাদাঘাট একতা সমাজ কল্যান যুব সংঘ, আদর্শবাদী যুব সংঘ, উদয়ন স্পোর্টিং ক্লাব, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজ বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাহিরপুরে অনিয়মে চলছে অটোবাইক ও মোটরসাইকেল
কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার স্বনামধন্য ও বাণিজ্যিক কেন্দ্র বাধাঘাট, বড়ছড়া শুল্ক স্টেশন, বালিয়াঘাট নতুন বাজার, চারাগাঁও, বাগলি,লাউড়েরগড়সহ উপজেলার বিভিন্ন এলাকাতে। লাইসেন্স ছাড়াই অনিয়মে চলছে মোটরসাইকেল ভাড়াটিয়া মোটরসাইকেল ডাইভার একটি মোটরসাইকেলে অতিরিক্ত নিচ্ছে যাত্রী ড্রাইভার সহ তিনজন এবং অনেক সময় দেখা যায় ড্রাইভারসহ চারজন নিচ্ছে। এমনকি মোটরসাইকেলে নাই সিগন্যাল, লুকিংগ্লাস, ব্রেকলাইট, ডাইভারের নাই হ্যামলেট এমনকি গাড়িরও নাই মিটার। এবং তার পাশাপাশি আরও জানা যায় অটোবাইক ট্রেনিং ছাড়াই হয়ে গেছে অটোবাইক চালক এবং এরমধ্যে রয়েছে ১০/১২ বছরের শিশু। কাউকে পরোয়া নাকরে তারাই চালাচ্ছে অটোবাইক এবং এই কারণে অনেক সময় ঘটে যাচ্ছে কিছু তাজা প্রাণ। বাদাঘাট এলাকা শিমুলতলা থেকে মানিগাও রোডে গতবছর পিকআপভ্যানের চাপাই চলে যাই স্কুল ছাত্রীর প্রাণ, এমন আরও অনেকেই দিতে হয়েছে প্রাণ। এমনকি অনেক জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় ভাঙ্গন। ভাঙ্গনের কারণ হচ্ছে পিকআপভ্যান ও যেরোডে চলার কথা মোটরসাইকেল অটোবাইক ও রিক্সা এখানে চলছে বাড়ি যানবাহন যেমন। যেমন পিকআপভ্যান জাদুকাটা নদীর পাড় থেকে নিয়ে আশা বালি, পাথর ও মাটি এলাকার বিভিন্ন স্থানে নিচ্ছে এমনকি দেখা যাচ্ছে রাস্তার সংকট থাকলেও তারা নিচ্ছে অতিরক্ত মালামাল। এ বিষয়ে এলাকার সচেতন মহল এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করচ্ছি।