December 23, 2024, 10:37 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

ঘাতকের বুলেটের কারণে বঙ্গবন্ধুর শিক্ষানীতি করার স্বপ্ন বাস্তবায়িত হয়নি : আমু

ঘাতকের বুলেটের কারণে বঙ্গবন্ধুর শিক্ষানীতি করার স্বপ্ন বাস্তবায়িত হয়নি : আমু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে বলেই বাংলাদেশের শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কর্মকা-ে অংশগ্রহণ করতে পারছে। শিল্পমন্ত্রী গতকাল সোমবার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণীর নতুন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বাংলাদেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান আধুনিক একটি শিক্ষানীতি করতে চেয়েছিলেন উল্লেখ করে আমু বলেন, ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু নিহত হওয়ায় তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, জাতির জনককে হত্যার পর ২১ বছরে কোন সরকারই শিক্ষানীতি করতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে একটি শিক্ষানীতি করা হয়েছে। এটি অবশ্যই যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন। ফলে আমাদের দেশের ছেলে মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কর্মকা-ে অংশগ্রহণ করতে পারছে। এছাড়াও তিনি উল্লেখ করেন,বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বর্তমান সরকার প্রমান করেছে,এই সরকার শিক্ষা বান্ধব সরকার। এদিকে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার অন্যান্য জেলার পাশাপাশি ঝালকাঠি জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দু’লাখ শিক্ষার্থীর মাঝে নতুন বছরের নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। কমলমতি শিক্ষার্থীরা নেচে-গেয়ে বই বিতরণ উৎসবকে মুখরিত করে তুলে। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, শিক্ষার্থী ইকরামুল হক ও চৈতি বাগচি বক্তৃতা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর