December 23, 2024, 6:28 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

আওয়ামী সরকার শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে : ইমরান আহমদ এম.পি

আওয়ামী সরকার শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে : ইমরান আহমদ এম.পি
আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট থেকে
ডাক,  টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা মুখি কর্মসূচী বাস্তবায়ন করছে। বছরের প্রথম দিনে বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। তিনি গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সোমবার বিকাল ৩টায় উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর গ্রামে হাকুর বাজার-মানিকগঞ্জ রাস্তা হইতে প্রায় দেড় কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন করেন। বিকাল সাড়ে ৪টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাবিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলামের পরিচালনায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গোয়াইনঘাট উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা, স্কুল ফিডিং কার্যক্রম চালু ও ডিজিটাল ক্লাসরুম চালুর লক্ষ্যে ল্যাপটপ বিতরণ এবং সাড়ম্বরে বই উৎসব ২০১৮ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নির্বাহী পরিচালক এ.টি.এম বদরুল ইসলাম,গোয়াইনঘাট সরকারীকলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারআব্দুল হক, গোয়াইনঘাটপ্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, আহ্বায়ক কমিটিরসদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, গোলাম কিবরিয়ারাসেল, তাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা লুৎফুল হক, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, এম নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজিব, মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন প্রমূখ।অপরদিকে সকাল ১০টায় পূর্ণানগরসরকারী প্রাথমিক বিদ্যালয়, পুকাশ স্কুল এন্ড কলেজ, হাকুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়, লামাদুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গোয়াইনঘাটের সরকারী প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। লামাদুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ১৮০ জন শিক্ষার্থীদের মধ্যেটিফিন বক্স তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া গোয়াইনঘাট উপজেলার৮৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইমরান আহমদ এম.পি।
Share Button

     এ জাতীয় আরো খবর