নতুনভাবে বাঁধন
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো পরিকল্পনার ছক এঁকেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী বাঁধন। নতুন বছরের প্রথম দিন দুটি কাজের মিটিং করবেন বলে জানান তিনি। এর আগে কখনো কাজের জন্য এমন কোনো পরিকল্পনা করেননি তিনি। বাঁধন বলেন, আমি এতদিন রোবট ছিলাম। এখন রোবট থেকে মানুষ হবার চেষ্টা করছি। প্রথমবারের মতো ক্যারিয়ারের জন্য পরিকল্পনা করেছি।
নতুন বছর সেই পরিকল্পনা মাফিক কাজ করবো। মনে হচ্ছে এখন আমার ক্যারিয়ারের জন্য কাজ করা প্রয়োজন। অনেক দিন পর অভিনেত্রী হিসেবে আমার অভিনয়ের ক্ষুধা লেগেছে। সেই ক্ষুধা মেটানোর জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। বাঁধন আরো বলেন, গেল দেড় মাস থেকে আমি নিয়মিত অভিনয় করছি। বেশ কিছু দিন নানা সমস্যার কারণে অভিনয়ে নিয়মিত ছিলাম না। আগামীতে দর্শক আমাকে আগের মতোই অভিনয়ে পাবে। নতুন বছরের শুরুতে বাঁধন দীপ্ত টিভির ছয় পর্বের একটি ধারাবাহিকে কাজ করবেন। এটি পরিচালনা করবেন রাকেশ বসু।
এদিকে বিভিন্ন চ্যানেলে এই লাক্স তারকার ‘তীরন্দাজ’, ‘ডুগডুগি’, ‘দি পাবলিক’, ও ‘ল্যামপোস্ট’সহ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। খুব শিগগির এগুলোর কাজ শেষ হবে জানান বাঁধন। নতুন বছরে একক নাটকেই ব্যস্ত থাকতে চান তিনি। বিরতির পর সম্প্রতি এ অভিনেত্রী মডেল-অভিনেতা ইমনের সঙ্গে ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ শিরোনামের দুটি একক নাটকের মধ্য দিয়ে কাজে ফেরেন। এ দু’টি নাটক একসঙ্গে নির্মাণ করেছেন কাজী সাইফ। ছোট পর্দার বাইরে চলচ্চিত্রের জন্যও প্রস্তাব পাচ্ছেন এই গ্ল্যামারকন্যা। মনের মতো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।