January 10, 2025, 11:40 pm

সংবাদ শিরোনাম
জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায়

তাহিরপুরে জাকির হোসেন ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউসুফপুর শাপলা যুব সংঘ 

 

কামাল হোসেন, তাহিরপুর( সুনামগঞ্জ)  প্রতিনিধি।।

তাহিরপুরে জাকির হোসেন ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গরকাটি সূর্যতরুণ যুব সংঘকে ০১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাতগাঁও ইউছবপুর শাপলা যুব সংঘ। সুনামগঞ্জের তাহিরপুরে জাকির ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার প্রাণ কেন্দ্র  ঐতিহ্যবাহী বাদাঘাট হাই স্কুল খেলার মাঠে প্রায় মাসব্যাপী জাকির হোসেন ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আজ ১৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টার সময় সাতগাঁও ইউছবপুর শাপলা যুব সংঘ বনাম গড়কাটি সূর্য তরুণ যুব সংঘের মধ্যকার কাঙ্খিত ফাইনাল ম্যাচটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীব্র প্রতিদ্বন্দ্বিতায়পূর্ণ এ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কওে সাতগাঁও ইউছবপুর শাপলা যুব সংঘ যুব। ঐতিহ্যবাহী বাদাঘাট হাই স্কুলে মাঠে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি ।  দুপুর ২টা’র পর থেকেই মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি থাকে খনায় খনায় পরিপূর্ণ। খেলায় প্রথমার্ধ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য অবস্থায় শেষ। দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিক আক্রমণের সুযোগ তৈরি করে। তবে গতিময় ফুটবলের দেখা মেলে ইউছবপুর শাপলা যুব সংঘের খেলোয়াড়দের মধ্যে। খেলার দ্বিতীয়ার্ধে ইউছবপুর শাপলা যুব সংঘের একটি সৃষ্টিশীল আক্রমণে পরাস্ত হয় গড়কাটি সূর্য তরুণ যুব সংঘের ক্লাবের গোলরক্ষক, শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে ইউছবপুর শাপলা যুব সংঘ জাকির হোসেন ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (এমপি), বাদাঘাট ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও জাকির ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ জুনাব আলী, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান,বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি ও  জাকির ফাউন্ডেশনের সাঃ সম্পাদক মোঃ সেলিম হায়দার, বড়দল উঃ ইউনিয়ন আওয়াশীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সমপাদক আবুল কালাম আজদ, উত্তর ব[দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাকির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য গনেশ তালুকদার, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, কামাল হোসেন রাফি, আবির হাসান-মানিক, রাজন চন্দ্র, আবুলে কাসেম প্রমূখ।

পুরস্কার বিতরণী পর্বে জাকির ফাউন্ডেশন বাদাঘাটের সৌজন্যে স্থানীয় সংসদ সদস্যকে সম্মাননা স্মারক ও  উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, জাকির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাংবাদিকদের শুভে”ছা স্মারক প্রদান করা হয়।

 

Share Button

     এ জাতীয় আরো খবর