-
- খেলাধুলা, সারাদেশে
- রামনগর মদিনাতুল উলূম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় November, 14, 2019, 10:51 pm
- 273 বার পড়া হয়েছে
রাকিব হোসেন, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামনগর মদিনাতুল উলূম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (আজ) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গিত পরিবেশনার মাধ্যমে অতিথিদের বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মাদ্রাসাটির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল।এসময় শিক্ষানুরাগী সিনিয়র সাংবাদিক এস এম আওলাদ হোসেনের সঞ্চালনায় সাবেক অতিরিক্ত সচিব মোঃ কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। আরো উপস্থিত ছিলেন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী, ইউনিয়ন আ’লীগ সভাপতি আমির হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ আরো অনেকেই।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ নভেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর