বরগুনায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৫৬ পুলিশ সদস্যকে সংবর্ধনা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বরগুনার ৫৬ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরগুনা জেলা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনা পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, সুখ রঞ্জন শীল প্রমুখ। এসময় সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধা ছাড়াও বরগুনার প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।