January 12, 2025, 2:01 pm

টানা ১৮তম জয় ম্যানচেস্টার সিটির

টানা ১৮তম জয় ম্যানচেস্টার সিটির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নিউক্যাসল ইউনাইটডেকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে রাহিম স্টার্লিংয়ের গোলে লিগে টানা ১৮তম জয় তুলে নেয় সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে পেপ গুয়ার্দিওলার দল।

প্রথমার্ধে শুরুর দিকে চোটের কারণে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে হারায় সিটি। তবে নিউক্যাসল রক্ষণাত্মক খেলায় কোনো চাপেই পড়েনি তারা।

সের্হিও আগুয়োরর গোলের প্রচেষ্টায় গোলপোস্ট দুইবার বাধা হয়ে না দাঁড়ালে অনেক আগেই এগিয়ে যেত সিটি। অবশেষে ৩১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের দারুণ পাস ধরে কাক্সিক্ষত গোলটি করেন স্টার্লিং। এবারের লিগে ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের গোল হলো ১৩টি।

এরপর বল দখলে রেখে দাপটের সঙ্গে খেললেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি অতিথিরা।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখের টানা ১৯টি জয়ের রেকর্ড ছুঁতে আর একটিমাত্র জয় দরকার সিটির।

প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড বাড়িয়ে চলা সিটি ২০০৮ সালে গড়া চেলসির অ্যাওয়ে ম্যাচ টানা ১১ জয়ের রেকর্ডও স্পর্শ করেছে।

২০ ম্যাচে ৫৮ পয়েন্ট অপরাজিত ম্যানচস্টার সিটির। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

চতুর্থ স্থানে থাকা লিভারপুলর পয়েন্ট ৩৮। ৩৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম পঞ্চম ও ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল ষষ্ঠ স্থানে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর