সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আল-আমিন বিজয়ী
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্ল¬াপাড়াা উপজেলায় পূণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আল-আমিন মোটরসাইকেল প্রতিকে বেসরকারীভাবে পূণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৪ হাজার ৩শত ৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকে বুলবুল কবির পেয়েছেন ৩ হাজার ৮৬১ ভোট। এ ছাড়া নৌকা প্রতিকে আওয়ামীলীগের প্রার্থী ৩ হাজার ৮৩৫ ভোট পেয়েছেন,আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩ হাজার ১শত ভোট। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গননা শেষে উল্ল¬াপাড়াা উপজেলা নির্বাচন অফিসার ও রিটারিং কর্মকর্তা উজ্জল কুমার রায় এ ফলাফল ঘোষনা করেছেন। এর আগে সকার ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ইউনিয়নের ১২ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সবমোট ২৩ হাজার ২শত ৯৯ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১শত ৫৪ জন ভোট দিয়েছেন। এই উপ-নির্বাচনে শতকরা ৬৫.৪১ ভাগ ভোট পড়েছে। উলে¬খ্য চলতি বছরের ৯ জুলাই এই ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুর কারনে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচনে অংশ নেওয়া অপর দুই প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনীত রেজাউল করিম তপন(নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আল আজাদ(আনারস)।