January 12, 2025, 10:21 am

আবরো রেকর্ড গড়লেন কেন

আবরো রেকর্ড গড়লেন কেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তারকা স্ট্রাইকার হ্যারি কেনের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সাউদাম্পটনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেহ্যাম হটস্পার। এই হ্যাটট্রিকের মাধ্যমে এক বছরে গোলের দিক থেকে প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছেন কেন। একইসাথে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ২০১৭ সাল শেষ করেছেন।

খেলার ২২ মিনিটে কেনের হেডের গোলটি শুধুমাত্র টটেনহ্যামকে এগিয়েই দেয়নি, এর মাধ্যমে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। যা এক বছরে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৯৫ সালে ব্ল্যাকবার্নের হয়ে অ্যালান শিয়েরারের ৩৬ গোলের রেকর্ডই এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। কিন্তু ঐ গোল বা মাইলফলক নিয়েই কেন সন্তুষ্ট ছিলেননা। ম্যাচে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি চলতি বছর এই নিয়ে অষ্টমবারের মত হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন। দ্বিতীয় গোলটির মাধ্যমে কেন ২০১৭ সালে ক্লাব ও দেশের হয়ে সর্বমোট ৫৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। যা তাকে বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে যেতে সহায়তা করেছে।

গত এক বছরে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানী ও ফ্রান্স- এই পাঁচটি মেজর লিগে এটাই একজন খেলোয়াড়েরর সর্বোচ্চ গোল। ম্যাচ শেষে কেন বলেছেন, ‘এই বছরটি দারুণ কেটেছে। মেসি ও শিয়েরারের সাথে তুলনা করতে গেলে এই অর্জন সত্যিই বিশেষ কিছু। আশা করছি ২০১৮ সালটি আরো ভাল কাটবে।’ কেনের তিন গোল ছাড়া ডেলে আলি ও সন হেয়াং-মিনের করেছেন আরো দুই গোল। সাউদাম্পটনের পক্ষে দুই গোল শোধ করেছেন সোফিয়ান বোফাল ও ডুসান টাডিক।

Share Button

     এ জাতীয় আরো খবর