July 27, 2024, 1:17 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সিরিয়ার ৭২ ঘণ্টা আল্টিমেটাম ইসরায়েলি সীমান্তে বিদ্রোহীদের

সিরিয়ার ৭২ ঘণ্টা আল্টিমেটাম ইসরায়েলি সীমান্তে বিদ্রোহীদের

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে বেশ কয়েক দফায় সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার পরও কোনও সমাধানে পৌঁছানো যায়নি। ইরানের সহায়তায় বিদ্রোহীদের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে সিরীয় বাহিনী। গত মঙ্গলবার ওই স্থানটি দখল করে সুন্নিপন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হেরমন পর্বতের পাদদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিরিয়া। লেবানন ও ইসরায়েলি সীমান্তবর্তী জায়গাটি ঘিরে ফেলেছে সিরীয় সেনাবাহিনী। এই অভিযানে ইরান সমর্থিত স্থানীয় কয়েকটি গোষ্ঠী সিরীয় সেনাবাহিনীকে সাহায্য করেছে। ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এর মুখপাত্র ইব্রাহিম আল জেবাউই বলেছেন, ‘তাদেরতে ইদলিবে ফিরে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের ফিরে যেতে হবে কিংবা সমঝোতায় আসতে হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী কর্মকর্তা বলেন, ‘তাদেরকে আত্মসমর্পণ কিংবা সামরিক সমাধানে যেতে বলা হয়েছে।’ এখন বেইত জিনে অবরুদ্ধ আছে বিদ্রোহীরা। গত দুইমাসে এখানে সারাক্ষণই গুলি বা বিমান হামলা হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জানায়, বিদ্রোহীরা আত্মসমপর্ণে রাজি হয়েছে এবং কিছুদিনের মধ্যেই তারা ইদলিব ফিরে যাবে। জাতিসংঘের মধ্যস্ততায় এরইমধ্যে কয়েক দফা আলোচনা হলেও সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হয়। অন্তর্বর্তী সরকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যত ভূমিকা কী হবে তা নিয়ে মতানৈক্য থাকায় বিরোধীরা গত কয়েক মাসে ফলপ্রসূ আলোচনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর