একি বললেন রাধিকা!
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ঋতু¯্রাব নিয়ে ভারতে এখনও গোপনীয়তা মেনে চলা হয়। অনেক সময়েই স্বাস্থ্যের সঙ্গে আপোশ করেন মহিলারা। শুধু গ্রামের মহিলারাই নন, শহুরে জীবনযাপনে অভ্যস্ত, এমনকি সেলিব্রিটিদেরও এই বিশেষ সময় নানা বিধিনিষেধ মেনে চলতে হয়। কিন্তু ঋতু¯্রাব নিয়ে বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত ‘প্যাডম্যান’ ছবির একটি গানের রিলিজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে তিনি বলেন, আমার মা-বাবা দু’জনেই চিকিৎসক।
আমাকে আগেই জানানো হয়েছিল পিরিয়ডের কথা। যেদিন প্রথম আমার পিরিয়ড হলো, সেদিন মা পার্টি দিয়েছিলেন। একটি ঘড়ি উপহারও দিয়েছিলেন মা। আমি খুব কেঁদেছিলাম। রাধিকা আরও বলেন, স্যানিটরি প্যাড কিনতে অস্বস্তি হতো। এক দিন ঠিক করলাম সব লজ্জা কাটাব। দোকানে ঢুকে জোরে বললাম, হুইসপারের একটা প্যাকেট দিন তো। এরপর থেকে আর লজ্জা পাইনি। ঋতু¯্রাব এই সমস্যাকে নিয়েই মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তের আগামি ছবি ‘প্যাডম্যান’। সোমন কাপুরও অভিনয় করেছেন ‘প্যাডম্যান’-এ। এটি একটি কমেডি ড্রামা। তামিলনাড়-র বাসিন্দা অরুণাচল মুরুগানাথমের জীবন নিয়ে গড়ে উঠেছে ছবিটি। পরিচালক আর বাল্কির ‘প্যাডম্যান’ মুক্তি পাওয়ার কথা নতুন বছরের ২৬শে জানুয়ারি।