December 23, 2024, 6:13 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

খালেদা জিয়াকে সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে: নোমান

খালেদা জিয়াকে সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে: নোমান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে এবং জেল, জুলুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতাকে পুণরায় দীর্ঘ মেয়াদে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে কিন্তু সরকারের সেই নীল নকশা বুমেরাং হয়ে যাবে। বিএনপি জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিএনপির সাথে রাজনৈতিক সংলাপে বসতে বাধ্য করবে। গতকাল বুধবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর স্মরণে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম এ সভার আয়োজন করে। দেশে চাল, পেয়াজ, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে উল্লেখ করে নোমান বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। প্রয়াত ছাত্রদল নেতা মোহাম্মদ আলীকে দক্ষ ও শ্রেষ্ঠ সংগঠক উল্লেখ করে তিনি বলেন, প্রয়াত মোহাম্মদ আলীর আদর্শকে ধারণ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলন জোরদার করতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার অনেক সহজ হবে। নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, চাকসু ভিপি নাজিম উদ্দিন, এস এম ইকবাল হোসেন, জসীম উদ্দিন শিকদার, নুরুল আমিন, শাখাওয়াত জামাল দুলাল, মোশারফ হোসেন দিপ্তী, আহমেদুল আলম রাসেল, নূর মোহাম্মদ, ইউনুচ চৌধুরী, মনজুর রহমান চৌধুরী, রাশেদ মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন প্রমুখ বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর