July 27, 2024, 2:41 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

অপকর্মের সাথে যারা জড়িত তাদের অধিকাংশই অনুপ্রবেশকারী রাজশাহীতে-তথ্যমন্ত্রী

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নকে নস্যাৎ করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তিনি বলেন, ক্যাসিনোর নাম করে এখান থেকে যারা বিভিন্ন ধরণের অন্যায় ও অপকর্ম করে দেশের ভাবমুর্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।মন্ত্রী মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ২০১৯ইং রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মন্ত্রী বলেন, বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত তাদের অধিকাংশই অনুপ্রবেশকারী। তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা দেখে দিশেহারা হয়ে পড়েছে।তিনি বলেন, তবে যড়যন্ত্রকারী যারাই হোক না কেন তাদের প্রতিহত করেই দেশের উন্নয়ন অব্যাহত রখা হবে।মন্ত্রী সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা ও চট্টগ্রামে দুইটি টেলিভিশন স্টেশন রয়েছে। এছাড়াও বাকী ছয় বিভাগে টেলিভিশন ষ্টেশন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং খুব শিগগিরই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।পরে তথ্যমন্ত্রী রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘ তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিন জাহান কবিতাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহীর বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর