September 8, 2024, 6:45 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

বোয়ালমারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী পলাতক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রাম থেকে মঙ্গলবার (০৩.০৯.১৯) রাতে মীরা বেগম (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী মো. রকিবুল ইসলাম (২৮) পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।থানা সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা চরপাড়া গ্রামের তাহিদুল শেখের মেয়ে মিরা বেগম এর দুই মাস আগে বিয়ে হয় চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মো. রকিবুল ইসলামের সাথে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সাথে বনিবনা না হয়ায় প্রায় তাদের মধ্যে ঝগরা বিবাদ লেগেই থাকতো। এরই রেশ ধরে মঙ্গলবার সন্ধ্যার পরে কোন এক সময় মিরা বাড়ির পাশে কুমার নদীর পাড়ে বাগানে বাঁশের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবারের মাধ্যমে সংবাদ পেয়ে রাত ১১টার দিকে মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার সকালে ময়না তদন্তের জন্য মৃত দেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত গৃহবধুর মা লায়লী বেগম বলেন, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রী প্রায় ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তো। গতকাল ঝগড়া বিবাদের সংবাদ পেয়ে আমার মেয়েকে আনতে যাই। মেয়ের প্রতিবেশিদের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে মেয়ের আত্মহত্যার খবর পাই। এটি হত্যা না আত্মহত্যা আমি বলতে পারছি না।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক এম ইমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এটি আত্মহত্যা না হত্যা বলা যাচ্ছে না। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর