ভিন্ন ভিন্ন রূপে কাজল
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
‘শুটআউট এট ওয়াদালা’র পর আবারও পরিচালক সঞ্জয় গুপ্তের সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এই সিনেমায় জনের বিপরীতে অভিনয় করছেন কাজল আগরওয়াল। এরইমধ্যে ‘মুম্বই সাগা’ শিরোনামের নামের সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এ ছবিতে তিন রূপে দেখা যাবে কাজলকে। ছাত্রী, স্ত্রী ও শক্তিশালী নারী। এক চরিত্রে তিন ধরনের ছাপ থাকায় বেশ এক্সাইটেড ছবিটি নিয়ে কাজল। শুধু তাই নয়, ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্যেও ক্যামেরাবন্দি হতে দেখা যাবে তাকে। একটি গানে বিকিনি পরেও পারফর্ম করবেন তিনি।
জন-কাজল ছাড়াও ‘মুম্বই সাগা’তে আরো অভিনয় করছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রোহিত রয়, সামির সনি, আমল গুপ্ত এবং প্রতীক বাবর। আগামি বছরের ১৯শে জুন সিনেমাটি মুক্তি পাবে। ছবিটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে মানছেন এ অভিনেত্রী। কাজল বলেন, এ ছবির গল্প অত্যন্ত চমৎকার। গ্যাংস্টার সিনেমা ‘মুম্বই সাগা’তে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। এতে সঞ্জয় স্যার ও জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। মজার বিষয় হলো সিনেমাটিতে আমার চরিত্রের তিনিটি ধরন রয়েছে- কলেজ ছাত্রী, স্ত্রী ও শক্তিশালী নারী। এতে এক চরিত্রে তিন ধরনের ছাপ থাকায় আমি বেশ উপভোগ করছি। বরাবরের মতো এখানে হট কাজলকেই দেখতে পাবেন দর্শক।