শাহনূর এবার ফোবানা সম্মেলনে
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও নাসাকলসিয়ামে শুরু হয়েছে ৩৩তম ফোবানা সম্মেলনে। আর এই সম্মেলনেই সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। এরইমধ্যে গত ২৯ আগস্ট তিনি আমেরিকাতে পৌঁছেছেন। শাহনূর জানান, ফোবানা সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সেখানে চ্যারিটি শোতেও অংশ নেবেন। প্রায় বিশ দিন সময় কাটিয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান। শাহনূর বলেন, ‘দেশের বাইরে ফোবানা সম্মেলন প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় আসরের একটি। এমন একটি আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারাটা শিল্পী হিসেবে অবশ্যই গর্বের। এই সম্মেলন শেষে আমি চ্যারিটি শোতেও অংশ নেব। শিল্পী হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই আমি চ্যারিটি শোতে অংশ নেব। অনেক আগে থেকেই আমি সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে এসেছি। আমি নিজেও উদ্যোগী হয়ে অনেক সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করি। সেসব কাজ আসলে নীরবেই করতে ভালোবাসি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এই দেশ স্বাধীন করায় তারও ভূমিকা ছিল। সেই মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে আমি নিজের ভেতর ভীষণ গর্ব অনুভব করি। সেই বাবার সন্তান আমি, তাই দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে আমার ভাবনাটা সবসময়ই মাথায় থাকে।’