July 15, 2025, 11:22 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহনূর এবার ফোবানা সম্মেলনে

শাহনূর এবার ফোবানা সম্মেলনে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও নাসাকলসিয়ামে শুরু হয়েছে ৩৩তম ফোবানা সম্মেলনে। আর এই সম্মেলনেই সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। এরইমধ্যে গত ২৯ আগস্ট তিনি আমেরিকাতে পৌঁছেছেন। শাহনূর জানান, ফোবানা সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সেখানে চ্যারিটি শোতেও অংশ নেবেন। প্রায় বিশ দিন সময় কাটিয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান। শাহনূর বলেন, ‘দেশের বাইরে ফোবানা সম্মেলন প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় আসরের একটি। এমন একটি আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারাটা শিল্পী হিসেবে অবশ্যই গর্বের। এই সম্মেলন শেষে আমি চ্যারিটি শোতেও অংশ নেব। শিল্পী হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই আমি চ্যারিটি শোতে অংশ নেব। অনেক আগে থেকেই আমি সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে এসেছি। আমি নিজেও উদ্যোগী হয়ে অনেক সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করি। সেসব কাজ আসলে নীরবেই করতে ভালোবাসি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এই দেশ স্বাধীন করায় তারও ভূমিকা ছিল। সেই মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে আমি নিজের ভেতর ভীষণ গর্ব অনুভব করি। সেই বাবার সন্তান আমি, তাই দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে আমার ভাবনাটা সবসময়ই মাথায় থাকে।’

Share Button

     এ জাতীয় আরো খবর