January 18, 2025, 7:57 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

বলিউডের হাওয়া ঢাকাই ইন্ডাস্ট্রিতে

বলিউডের হাওয়া ঢাকাই ইন্ডাস্ট্রিতে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢাকাই ইন্ডাস্ট্রি অনেকটা ঝিমিয়ে আছে, বড় কোনো খবর নেই। ঈদের পর বড় বাজেটের কোনো ছবি মুক্তি পায়নি। তবে গত এক সপ্তাহ ঢাকাই ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছেÑ‘বলিউড হাওয়া’। তিনটি ভিন্ন ভিন্ন খবরে অনেকটাই গরম দেশীয় চলচ্চিত্রাঙ্গন। এরমধ্যে সবচেয়ে বড় খবরটি হচ্ছে, আগামী বছরের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ভারতের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার’। এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসবেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। শাহরুখ খানের আসার খবরে দেশের মানুষের উৎসাহ বেড়েছে কয়েকগুণ। এদিকে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করবেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি অভিনয় করবেন সুলতা দেবীর চরিত্রে। উপন্যাসে সুলতা চরিত্রটিও একজন স্পাইয়ের। যে একপর্যায়ে মাসুদ রানাকে ভালোবেসে ফেলে। তবে এই খবরে মনে সংশয় তৈরি হয়েছে। কারণ এর আগে শাকিব খানের বিপরীতে শ্রদ্ধার অভিনয় করার খবর শোনা গিয়েছিল। তবে তা এখনো বাস্তবায়ন হয়নি। এই প্রথমবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনকে। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি। ‘সানি সানি’ শিরোনামে ওই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। এই গানের তালেই নাচবেন সানি। আইটেম গানটির পেছনে কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানায় প্রযোজনা সংস্থা।খবরগুলো দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলেও কোনোটিরই আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিশেষ করে ফিল্মফেয়ার পুরস্কার বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার খবরে এখনো কোনোকিছুই বলেনি টাইস অব ইন্ডিয়া। বিভিন্ন বরাত দিয়ে খবরগুলো প্রকাশ হচ্ছে। এদিকে মাসুদ রানায় শ্রদ্ধা কাপুরের চুক্তির বিষয়ে কিছুই জানা যায়নি। তবে জাজ মাল্টিমিডিয়া বলছে, শ্রদ্ধার খবরটি পুরোপুরি সত্য। অল্প সময়ের ভেতরেই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন এই বলিউড অভিনেত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর