July 27, 2024, 2:24 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মেয়রের ১ বছরের কারাদন্ড

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর সভার মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ জুলাই লোডশেডিং জনিত কারনে উপজেলার দিগনগর গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু তার লোকজন হামলা চালায়। এ সময় উপকেন্দ্রে ভাংচুরসহ ইউসুফ আলী নামের এক লাইন ম্যানকে মারধর করে তারা। এ ঘটনার পরের দিন ১৪ জুলাই ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন এমরুল হাসান মাসুদ বাদি হয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামী করে হরিণাকুন্ডু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি পিবিআই পরিদর্শক আব্দুল লতিফ ৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিচারক তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডের সাথে এক হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেন তিনি। জরিমানার টাকা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এ মামলার অন্য ৫ আসামীকে খালাস দেয়া হয়েছে। পরে আপিল আবেদন করার স্বাপেক্ষে আদারত তার জামিন মঞ্জুর করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর