গোপনে শুটিং করছেন নোরা ফাতেহি
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ফের খোলামেলারূপে পর্দায় হাজির হচ্ছেন বলিউডের চলতি সময়ের আলোচিত আইটেম কন্যা নোরা ফাতেহি। ‘দিলবার’ গানটির রিমেকে দুর্দান্ত বেলি ডান্স করে ঝড় তুলেছিলেন তিনি। এরপর আরো বেশ কিছু কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন নোরা। নতুন খবর হলো এবার ফের আইটেম গানে দেখা যাবে তাকে। সম্প্রতি মিলাপ জাভেরি পরিচালিত ‘মারজাভান’ ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করেছেন তিনি। আর ‘মাসকালি’ শীর্ষক এই গানে ব্যাপক খোলামেলা রূপে পারফর্ম করেছেন নোরা। বেশ কিছু ছোট ছোট পোশাকে এখানে দেখা যাবে তাকে। এদিকে এ গানেও নিজের বেলি ডান্স এর পারফরমেন্সও করেছেন তিনি। এ গানটির শুটিং হয়েছে বেশ গোপনে। বড় আয়োজনের সেট করে কিছু মানুষের উপস্থিতিতে এর শুটিং শেষ হয়েছে। একের পর এক হিট আইটেম গান দেয়া নোরা বলেন, ‘মাসকালি’ আমার অন্যতম একটি কাজ হতে চলেছে। এখানে বরাবরের মতো সুপারহট নোরাকেই আবিষ্কার করা যাবে। আমি বেশ আশাবাদী এ গান নিয়ে।