নতুন গানে সরব মমতাজ
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
কণ্ঠশিল্পী মমতাজ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এখনো শ্রোতামহলে রয়েছে তার কণ্ঠের দারুণ চাহিদা। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে অডিও-পেস্নব্যাকে গেয়েছেন সমানতালে। মাতিয়েছেন স্টেজও। এখনো সেই ধারা অব্যাহত রেখেছেন। সংসদ সদস্য হওয়ায় বর্তমানে গান-রাজনীতি দুটোই সমানতালে চালাচ্ছেন এই লোকসম্রাজ্ঞী। রোববার রাজধানীর মগবাজারে পিয়ালের স্টুডিওতে গাইলেন ‘কোনো কিছু ভালস্নাগে না’ শিরোনামের একটি গান। আমার কোনো কিছু ভালস্নাগে না/পোড়া চোখে ঘুম আসে না/নিশি জাইগা রই- এমন কথার গানটি লিখেছেন জামাল রেজা। সুরারোপ করেছেন মনোয়ার হোসেন টুটুল। সঙ্গীতায়োজনে পিয়াল হাসান। মমতাজের এ গান প্রসঙ্গে সুরকার মনোয়ার হোসেন টুটুল বলেন, ‘গানের কথা এবং সুর করার পর মনে হলো, মমতাজের কণ্ঠেই গানটি ভালো যাবে। অন্য কেউ গাইলে গানটির যথাযথ আবেদন থাকবে না। সেই চিন্তা থেকে মমতাজকে দিয়ে গাওয়ানো। সবকিছু মিলিয়ে গানটি ভালো দাঁড়িয়েছে। আসছে পূজাতে স্টুডিও ভার্সন ভিডিওতে গানটি প্রকাশ পাবে, যদিও ব্যানারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’