January 18, 2025, 7:49 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

পাঞ্জাবি ছবি নিয়ে আসছেন জেরিন খান

পাঞ্জাবি ছবি নিয়ে আসছেন জেরিন খান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

জেরিন খানের ক্যারিয়ার সুপারস্টার সালমান খানের হাত ধরে হলেও সুপার হিট কোনো সিনেমা নেই। শুরু থেকেই ফ্লপের তালিকায় নিজের নাম উঠিয়েছেন এ নায়িকা। আলোচনা-সমালোচনা ‘ক্যারেক্টর ডিলা’ গানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বেশ কয়েক বার চমকে দেয়ার চেষ্টা করলেও ভারতীয় দর্শক তাকে উৎফুলেস্নর সঙ্গে গ্রহণ করেনি। কিছুটা হতাশ হয়েই দীর্ঘদিন ছিলেন সিনেমার বাইরে। নতুনভাবে আবারও শুরু করেছেন যাত্রা। তবে বলিউডে নয়, এবার পাঞ্জাবি ছবি নিয়ে আসছেন জেরিন খান। আগামি ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। বালজিৎ সিং পরিচালিত এ সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘ঢাকা’। এতে জেরিন খানের সঙ্গে দেখা যাবে গিপে গ্রিউয়ালকে। এ বিষয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে জেরিন খান বলেন, ‘ঢাকা’ ছবিটি সম্পূর্ণ অ্যাকশনধর্মী একটি ছবি। এতে আমার চরিত্রটিও ভিন্ন। আমাকে দর্শক এমন চরিত্রে আগে কখনো দেখেনি। এক কথায় চমক নিয়েই আসছি। এর আগেও জেরিন খান তামিল ও পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। ২০১০ সালের অনিল শর্মার বীর চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে বলিউডে আবির্ভূত হন তিনি। এরপর হাউজফুল ২, জ্যাট জেমস বন্ড, বীর, হেট স্টোরি থ্রি, আকাশ টুসহ বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গিয়েছে।  এছাড়াও জেরিন খানের হাতে রয়েছে আশকোর নান্দার নতুন ছবি। এ ছবির নাম ঠিক করা হয়েছে ‘ওয়ান ডে’। এতে জেরিনের বিপরীতে দেখা যাবে অনুপম খেরকে। জানা গেছে, ছবিটি কমেডি ধাঁচের হবে। এর ঠিক পরপরই রয়েছে আরও এক ছবি। এতে ইরফান খানের সঙ্গে দেখা যাবে তাকে। এ ছবির নাম ‘ডিভাইন লাভ’। আর এ ছবিটি পরিচালনা করবেন সাই খান।

Share Button

     এ জাতীয় আরো খবর