আরো কাজ করার ইচ্ছে আছে লোকগান নিয়ে: সায়রা রেজা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
কণ্ঠশিল্পী সায়রা রেজা ফোক গানে নিজের গায়কী ও কম্পোজিশনে ভিন্নতা এনেই নজর কেড়েছিলেন। প্রচলিত গানটিই একটু নিজের গায়কী মুন্সিয়ানায় নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি দর্শক-শ্রোতাদের মাঝে। এরই ভেতরে শিল্পীর গাওয়া বেশকিছু মিউজিক ভিডিও দর্শকজনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশ-বিদেশে তাই একাধিক স্টেজে এখন জনপ্রিয় নাম সায়রা রেজা। বাংলা গান নিয়ে নিজের স্বপ্নের কথা জানতে চাইলে সায়রা রেজা বলেন, ‘আমার কাছে স্টেজটাই মনে হয় সবচেয়ে ভালোবাসার জায়গা। কারণ তাৎক্ষণিকভাবে অপরিচিত অগণিত মানুষকে এক সুতোতে বাঁধছি আমি এই গান দিয়েই। গত ২ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায় অনেকগুলো স্টেজ শোতে গিয়ে একটি বিষয়ই অনুধাবন করেছি, তা হলো ফোক গানের প্রতি বিশ্ব বাঙালির আজন্ম মোহ থেকে যাবে। বাংলার লোকগান নিয়ে আরো কাজ করার ইচ্ছে রয়েছে। উল্লেখ্য, সায়রা রেজার কণ্ঠে নিদাগীরে, পাল তুলে দে, বন্ধু দয়াময় থেকে শুরু করে একাধিক গান জনশ্রুত হয়েছে। মঞ্চের চাহিদার কারণে প্রায় সারাবছরই আমেরিকা, ইউরোপের একাধিক দেশে শো করছেন এই শিল্পী। বাংলাদেশে নতুন গান রিলিজ ও স্টেজ শো প্রসঙ্গে বলেন, ‘ইচ্ছে আছে বাংলাদেশে শীত মৌসুমে বেশকিছু কনসার্ট, টিভি লাইভ ও নতুন গানের মিউজিক ভিডিও রিলিজ দেবো। গানটাকেই যেহেতু নিজের আরাধ্য ভেবেছি তাই দর্শক-শ্রোতাদের নিয়মিত গান উপহার দিতে চাই।’