February 19, 2025, 8:11 pm

সংবাদ শিরোনাম
টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক মিঠাপুকুরে গভীর নলকূপের পরিচালনা কমিটির দ্বন্ধে দেড়,শ বিঘা জমির চাষাবাদ অনিশ্চিত ১০ লাখ টাকা মুক্তিপণে লামার ২৬ অপহৃত শ্রমিক মুক্ত জৈন্তাপুরে আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে আটক। গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা লাশ উদ্ধার জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষকের ‘রাজকীয়’ সংবর্ধনা বান্দরবানে বাসের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার চেষ্টা, লামায় এক মেম্বার’কে সাতদিনের জেল

কোথায় আছেন মিলা?

কোথায় আছেন মিলা?

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

বাংলাদেশে পপ ঘরানার গানে ধূমকেতুর মতো যার আবির্ভাব তিনি হলেন মিলা ইসলাম। ২০০৬ সালে নিজের প্রথম একক ভিডিও অ্যালবাম ‘ফেলে আসা’ দিয়ে সংগীতাঙ্গনে চমক তৈরি করেন তিনি। পপ গানে নতুন এক ধারা নিয়ে আসেন মিলা, যা শ্রোতারা সাদরে গ্রহণ করেন। শুধু তাই নয়, গানের পাশাপাশি ভিডিওতেও মিলার অন্যরকম সাবলীল উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। সব মিলিয়ে এই এক অ্যালবামেই ব্যাপক পরিচিত লাভ করেন তিনি। এরপর পরই ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে ‘চ্যাপ্টার টু’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন মিলা। এ অ্যালবামটি পরিণত হয় সুপার ডুপার হিটে। এর মাধ্যমে আকাশছোঁয়া তারকাখ্যাতি পান মিলা। এর প্রতিটি গানই চলে আসে শ্রোতাপ্রিয়তায়। বিশেষ করে ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রুব্বান’ শীর্ষক গান দুটি সারা দেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি গান দুটিতে মিলার পারফরমেন্স প্রশংসিত হয় আরো একবার। এদিকে এ অ্যালবামের সুবাদে স্টেজের চাহিদাসম্পন্ন গায়িকায় পরিণত হন তিনি। খুব অল্প সময়ে নাম্বার ওয়ান পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মিলা। ২০০৯ সালে এ শিল্পীর ‘রিডিফাইন্ড’ শীর্ষক তৃতীয় অ্যালবাম প্রকাশ হয়। এ অ্যালবামের গানগুলোও আলোচনায় চলে আসে অল্প সময়ে। সব মিলিয়ে মিলা সংগীত ইন্ডাস্ট্রির চাকা ঘুরাতেও অনবদ্য ভূমিকা রাখেন সে সময়। কিন্তু এরপর হঠাৎ করেই রহস্যজনকভাবে থমকে যান তিনি। স্টেজের বাইরে আর নতুন গানে পাওয়া যায়নি তাকে। ভক্তদের মনে নানান প্রশ্নের জন্ম দেয় বিষয়টি। টানা ছয় বছর নতুন গান প্রকাশ করেননি তিনি। শীর্ষে থাকা অবস্থায় মিলার এমন দীর্ঘ বিরতিতে হতাশ ছিলেন তার ভক্তরা। এরমধ্যেই ২০১৫ সালে হঠাৎ বিরতি ভেঙে ‘নাচো’ শীর্ষক গানের ভিডিও প্রকাশ করেন এ শিল্পী। এতটা বিরতির পর গানটি প্রকাশ করলেও এটি আলোচনায় চলে আসে। কিন্তু এরপর ফের চার বছরের বিরতি। এখন পর্যন্ত নতুন কোনো গান প্রকাশ করেননি তিনি। যদিও গত বছর থেকেই দীর্ঘদিনের প্রেমিক পারভেজ সানজারিকে বিয়ে, ডিভোর্স ও তাদের মধ্যে মামলা-পাল্টা মামলার মাধ্যমে আলোচনায় রয়েছেন মিলা। তাদের এসব এসব মামলা এখনও চলমান। কিন্তু গায়িকা মিলা গানে কি ফিরবেন? ফিরলে কবে? ভক্ত শ্রোতাদের মনে এমন প্রশ্ন জন্ম নেয়াটাই স্বাভাবিক। কারণ এখনও পপ গায়িকাদের মধ্যে অনবদ্য ভাবা হয় তাকে। অনেকেই মনে করেন মিলা এখন ফিরলে এখনই শ্রোতারা আগের মতো করেই তাকে গ্রহণ করবেন। কারণ তার জনপ্রিয়তা কমেনি এক বিন্দুও। এদিকে মিলার ফেরা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন আমি অনেক সময় হারিয়েছি। আমার ভক্ত-শ্রোতাদের নতুন গান দিইনি। এই অভিযোগ বহুবার শুনতে হয়েছে আমাকে। এখনও শুনি। আমি গুছিয়ে ওঠার জন্য সময় নিচ্ছি। তবে একটি সুখবর দিতে চাই যে, আমি নতুন গানের কাজ শুরু করেছি। খুব শিগগির নতুন গানে নিয়মিত হবো। আর সেটা এ বছরই। সবাই দোয়া করবেন আমার জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর