January 18, 2025, 7:59 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

সুমিকে নিয়ে গোপনে শুটিং করছেন সেলিম!

সুমিকে নিয়ে গোপনে শুটিং করছেন সেলিম!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

‘পাপপুণ্য’র কাজ শুরু করেছেন ‘মনপুরা’খ্যাত চলচ্চিত্রনির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। গত সোমবার থেকে শুরু হয়েছে এর শুটিং। চাঁদপুরে এ ছবির দৃশ্যায়ন চলছে। প্রথম কিস্তিতে টানা দুই সপ্তাহ সেখানে চলবে শুটিং। তবে ছবির অভিনয় শিল্পীকে নিয়ে কিছুটা গোপনীয়তার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে সেলিমের বিরুদ্ধে। সেলিম বলেছেন, তার তৃতীয় চলচ্চিত্রে আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকির মতো তারকা অভিনয় করছেন। কিন্তু সব অভিনয়শিল্পীর নাম প্রকাশ করলেও তিনি নায়িকা চরিত্রের অভিনেত্রীর নাম প্রকাশ করেননি। বলেছেন, নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।  কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করছেন শাহনাজ সুমি নামের নবাগত এক নায়িকা। তিনিও পুরো ইউনিটের সঙ্গে বর্তমানে চাঁদপুরে অবস্থান করছেন। শুধু তাই নয়, চলচ্চিত্রের অনেক অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। কিন্তু নায়িকা নিয়ে কেন এই মিথ্যাচার করেছেন- এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি সেলিমের কাছ থেকে। তিনি বলেন, ‘আমরা আসলে ছবির নায়িকার নাম আপাতত প্রকাশ করতে চাইছি না। ছবিটির কাজ শেষ করে তারপর না হয় নায়িকার নাম প্রকাশ করব। জানা গেছে, এই ছবিতে প্রথমে নায়িকা হিসেবে পূজা চেরীকে নিতে চেয়েছিলেন গিয়াসউদ্দিন সেলিম। কিন্তু পূজা তখন তার মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ায় তাকে বাদ দিতে বাধ্য হন পরিচালক। শাহনাজ সুমি ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রি’র সেরা দশে ছিলেন। তার অভিনীত জুঁই-এর একটি বিজ্ঞাপনের একটিমাত্র সংলাপ ‘আরও ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়’ সমাজের বিবেককে প্রচন্ড নাড়া দিয়ে গেছে। অভিনয় করেছেন নাটকেও। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করছেন সিনেমায়।

Share Button

     এ জাতীয় আরো খবর