January 15, 2025, 9:40 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুটিং শুরু

শুটিং শুরু

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি বছরের মার্চ মাসে ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত জুটি হয়ে ঢাকায় বড় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের ছবি ‘মনে রেখো’-এর শুটিং শুরু করেন। শুটিং শুরু করার কয়েকদিন পরই দেশের বাইরের শিল্পীদের নিয়ে কাজ করার যথাযথ নিয়ম না মানার অভিযোগ দেখিয়ে পরিচালক সমিতি থেকে ‘মনে রেখো’ ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয়। ছবিটির জন্য কলকাতা থেকে নায়ক ছাড়াও ক্যামেরাম্যান, ফাইট ডিরেক্টরসহ বেশ কয়েকজন কলাকুশলী আনা হয় বলে জানা যায়। তবে সেসময় ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন যুক্তি দিয়ে জানান, সরকারি নিয়মনীতি মেনেই তারা দেশের বাইরের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আসেন। দ্রুত শুটিং শুরু করায় সিনেমাসংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের অনুমতি নেওয়া সম্ভব হয়নি। এরপর ছবির শুটিং নানা কারণে কয়েক মাস বন্ধ হয়ে থাকলেও নতুন বছরে আবারো এ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন মানবজমিনকে বলেন, নতুন বছরের ১৫ই ফেব্রুয়ারি আবারো ছবির শুটিং শুরু করছি। এবার প্রয়োজনীয় কাগজপত্রসহ বনির ওয়ার্ক পারমিট নিয়ে ছবির শুটিং শুরু করব আমরা। এরইমধ্যে শুটিংয়ের জন্য অনুমতিপত্র পেয়েছি। ঢাকা ও কক্সবাজারসহ ১৫ দিন শুটিং হবে এবার। আশা করি, ভালোভাবে কাজটি শেষ করতে পারব। ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও টালিগঞ্জের বনি সেনগুপ্ত ছাড়াও ‘মনে রেখো’ ছবিতে আরও অভিনয় করছেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। রয়েছেন জয়ী, সোহেল, তুলিকা ও বিশ্বজিৎ। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ ছবির গল্প এগিয়ে যাবে দুই তরুণ-তরুণীর প্রেমের জটিলতা নিয়ে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবির নায়িকা মাহি বলেন, হার্টবিটের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তারা আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে। তাই আমার সর্বোচ্চ ভালো কাজটা দেওয়ার চেষ্টা করেছি। ছবির বেশকিছু অংশের কাজ শেষ। নতুন তারিখে আমরা চারটি গানসহ কয়েকটি দৃশ্যে কাজ করলেই ছবির ক্যামেরা ক্লোজ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর