July 27, 2024, 8:54 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বোয়ালমারীতে মিল্কভিটার ম্যানেজারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে অবস্থিত মিল্কভিটার ম্যানেজার মো. আকতারুজ্জামানের বিরুদ্ধে ঋণ গ্রহিতার নিকট থেকে ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারীরা জানায়, বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গত ৩০ জুলাই ময়না ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৫০ জন খামারিকে জনপ্রতি ২ লাখ ৪০ হাজার টাকার ঋণ দেয়া হয়। ৩ বছর মেয়াদি এই ঋণ ২% সুদে মাসিক ৩ হাজার ২শত টাকার কিস্তি পরিশোধ করতে হবে। কিন্তু মিল্কভিটার ম্যানেজার অধিকাংশ ঋণ গ্রহিতাদের কাছ থেকে জনপ্রতি ৫-১০ হাজার টাকা করে উৎকোচ নিয়েছেন। এছাড়া গবাদি পশুর চিকিৎসা ও ঔষধ বিতরণেও সদস্যদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।মাধবপুর পশ্চিমপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জিয়াউর রহমান (৪৫) বলেন, আমিসহ আমার সমিতির ৪ জন সদস্য ৯ লাখ ৬০ হাজার টাকা ঋণ উত্তোলন করি। আমাদের নিকট থেকে ম্যানেজার আকতারুজ্জামান ঋণ দিয়ে ২০ হাজার টাকা নেন।অপর ঋণ গ্রহিতা মো. সাহেব আলী মোল্যা (৪০) জানান, আমার কাছ থেকে ৭ হাজার, মো. মোজাহের এর কাছ থেকে ৬ হাজার ও সনিয়া বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছে ওই ব্যবস্থাপক।ঋণ গ্রহিতাদের নিকট থেকে ঘুষ নেয়ার বিষয়ে মিল্কভিটার ম্যানেজার মো. আকতারুজ্জামান বলেন, এ সংক্রান্ত বিষয়ে কোন কথা বলতে পারবো না। আপনি আমাদের চেয়ারম্যান (মিল্কভিটা) স্যারের সাথে কথা বলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর