September 8, 2024, 6:41 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

বোয়ালমারীতে মিল্কভিটার ম্যানেজারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে অবস্থিত মিল্কভিটার ম্যানেজার মো. আকতারুজ্জামানের বিরুদ্ধে ঋণ গ্রহিতার নিকট থেকে ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারীরা জানায়, বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গত ৩০ জুলাই ময়না ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৫০ জন খামারিকে জনপ্রতি ২ লাখ ৪০ হাজার টাকার ঋণ দেয়া হয়। ৩ বছর মেয়াদি এই ঋণ ২% সুদে মাসিক ৩ হাজার ২শত টাকার কিস্তি পরিশোধ করতে হবে। কিন্তু মিল্কভিটার ম্যানেজার অধিকাংশ ঋণ গ্রহিতাদের কাছ থেকে জনপ্রতি ৫-১০ হাজার টাকা করে উৎকোচ নিয়েছেন। এছাড়া গবাদি পশুর চিকিৎসা ও ঔষধ বিতরণেও সদস্যদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।মাধবপুর পশ্চিমপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জিয়াউর রহমান (৪৫) বলেন, আমিসহ আমার সমিতির ৪ জন সদস্য ৯ লাখ ৬০ হাজার টাকা ঋণ উত্তোলন করি। আমাদের নিকট থেকে ম্যানেজার আকতারুজ্জামান ঋণ দিয়ে ২০ হাজার টাকা নেন।অপর ঋণ গ্রহিতা মো. সাহেব আলী মোল্যা (৪০) জানান, আমার কাছ থেকে ৭ হাজার, মো. মোজাহের এর কাছ থেকে ৬ হাজার ও সনিয়া বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছে ওই ব্যবস্থাপক।ঋণ গ্রহিতাদের নিকট থেকে ঘুষ নেয়ার বিষয়ে মিল্কভিটার ম্যানেজার মো. আকতারুজ্জামান বলেন, এ সংক্রান্ত বিষয়ে কোন কথা বলতে পারবো না। আপনি আমাদের চেয়ারম্যান (মিল্কভিটা) স্যারের সাথে কথা বলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর