July 27, 2024, 12:58 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

দেশে সত্যিকারের হিরো কৃষক- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণপদক প্রাপ্তদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর

রাজ্জাক এমপি বলেন  আপনারা আমাদের সত্যিকারের হিরো। আপনাদের জন্য আমরা গর্বিত। আপনারা নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করতে ভুমিকা রাখবেন। আপনাদের উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। পদক প্রাপ্তদের নিয়ে বড় পরিসরে সেমিনার করা হবে হবে। এবং তাদের কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ মর্জাদা এআইপি দেয়া হবে। গত ২২ আগষ্ট ২০১৯ ইং তারিখ বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের এসব কথা বলেন । ১৯৯৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত স্বর্ণপদক প্রাপ্ত ৪৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো এ সংবর্ধনা দেয়া হয়, এর ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি ।কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণপদক প্রাপ্তদের সংবর্ধনা দেয় কৃষি তথ্য সার্ভিস। প্রতিবছর কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ কৃষি মন্ত্রণালয় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করে থাকে । সংবর্ধনা অনুষ্ঠান প্রতি বছর বড় পরিসরে করা হবে। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক হামদুর রহমান ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।এর আগে মন্ত্রী প্রতিষ্ঠানের নতুন প্রেস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং কৃষি যোগাযোগ ও তথ্য সেবা কেন্দ্র, এআইএস টিউব (ডিজিটাল আর্কাইভ) ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন ও শ্রদ্ধা নিবেদন করেন।অপর এক অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিদের সাথে বৈঠকে তিনি বলেন; প্রান্তিক পর্যায়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নতুন নতুন উদ্ভাবন ছড়িয়ে দেয়ার জন্য গণমাধ্যমের সহায়তা চান তিনি। অপ্রচলিত দামি কৃষি পণ্য কাজুবাদাম ও কফি চাষ পদ্বতি দেখার জন্য কৃষকদের ভিয়েতনামে পাঠানো হবে, এবং গাছের চারা এনে কৃষদের মাঝে বিতরণ করা হবে। কৃষির উন্নয়নের জন্য কঠোর হতে হলে হবো। কঠোর হলে সফল হওয়া যায়।দিনের শেষ ভাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় সবাইকে আন্তরিকতার সাথে মাঠ পর্যায় হতে তথ্য উপাত্ত দ্রুত প্রেরণ করার নিদের্শ দেন তিনি। কৃষকের পাশে কৃষকের সাথে থেকে সেবা দিতে হবে জানান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি  । এ সময় আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ গিয়াস উদ্দিনন জনসংযোগ কর্মকর্তা।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর