July 27, 2024, 2:30 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ভারতে প্রবল বৃষ্টিতে একদিনেই নিহত ৪২

ভারতে প্রবল বৃষ্টিতে একদিনেই নিহত ৪২

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

একটানা প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্য। রোববার থেকে  সোমবার পযর্ন্ত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতজনিত কারণে হিমাচল প্রদেশে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে আট জনের মৃত্যু হয়েছে বৃষ্টির কারণে তৈরি বন্যায়। প্রদশটির কুলু, সিরমাউর ও ছাম্বা এলাকায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া উনা ও লাহুল-স্পিতি জেলা থেকেও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে উত্তরাখন্ড রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ভুমিধসে নিহত হয়েছে ২৪ জন। দুটি রাজ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে ধস নেমে চন্ডিগড়-মানালি ও সিমলা-কিন্নাউর জাতীয় মহাসড়কসহ একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব মতে, হিমাচল প্রদেশের ২৫০টিরও বেশি রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। টানা বৃষ্টিতে বানভাসি হয়েছে প্রদেশটির বিভিন্ন এলাকা। এসব কারণে আজ সোমবার কুলু ও সিমলার সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর স্থানীয় বাসিন্দা ও হিমাচলে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কা থাকায় পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।এরই মধ্যে ভারি বর্ষণে হিমাচল প্রদেশের ৪৯০ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মান্ডি, হামিরপুর ও কাংড়া জেলার বিভিন্ন এলাকা পানিবন্দি রয়েছে।হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখন্ড রাজ্যেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা। এই দুই রাজ্যের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে চলছে। দুদিন ধরে টানা বৃষ্টিতে উত্তরাখন্ডের পাড়ুই, দেহরাদুন, পিথোরগড়সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভয়ংকর আকার নিয়েছে। দেহরাদুন ও ঋষিকেশের বহু জায়গা পানিবন্দি রয়েছে। পুরালা বাইরাগড় এলাকায় পানিবন্দি রয়েছেন অন্তত ২৫০ জন মানুষ। ঋষিকেশের রামখুলায় বিপৎসীমার কাছাকাছি বইছে গঙ্গার পানি। নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে প্রশাসন।  এরই মধ্যে উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশে বৃষ্টিজনিত কারণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share Button

     এ জাতীয় আরো খবর