July 27, 2024, 8:29 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কাশ্মীরীদের অধিকার পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে : মমতা

কাশ্মীরীদের অধিকার পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে : মমতা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’ ‘বিশ্ব মানবিকতা দিবস’ উপলক্ষে গত রোববার ভারতের কাশ্মীর প্রসঙ্গে এই ভাষাতেই  টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা আরো বলেন, ‘মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’ এর আগে গত শুক্রবার দেশের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েও টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আসে কাশ্মীর প্রসঙ্গ। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানাই। আজকের দিনে তাঁর কিছু কথা মনে পড়ে,  ‘বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরিয়াত- এই তিনটি নীতি দ্বারা সম্ভব।’ এদিকে, ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জম্মু-কাশ্মীরে গতকাল সোমবার থেকে কারফিউ তুলে নেওয়ার পাশাপাশি সব ধরনের বিধি-নিষেধ শিথিল করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে কাশ্মীরের ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমও শুরু করা হয়েছে। জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসাল এ খবর জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর